প্রতিনিধি-
চাঁদপুর জেলায় বিগত কয়েকদিন যাবৎ বিরোধী দলীয় জোটের আন্দোলন সংগ্রামের নামে একের পর এক সহিংস ঘটনায় জেলার ফরিদগঞ্জ, চাঁদপুর সদর, কচুয়া, হাজীগঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক কথায়, জেলাব্যাপী বিরোধী দলীয় জোট আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে।
এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি চাঁদপুর সদর উপজেলায় ও হাজীগঞ্জ উপজেলায় সরকার বিজিবি মোতায়েন করেছে। গত ২৫ অক্টোবর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বিএনপি জামাত পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনার জের ধরে অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় ঐ দিনই চাঁদপুরে দু’ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিলো। চাঁদপুর সদর উপজেলার বিজিবি চাঁদপুর স্টেডিয়ামে অবস্থান নিয়েছে এবং হাজীগঞ্জ উপজেলায়ও বিজিবি হাজীগঞ্জ সদরে অবস্থান নিয়েছে। একটি সূত্র জানায়, আজ থেকে জেলার যে কোন স্থানে আইন শৃঙ্খলার যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।