চাঁদপুর প্রতিনিধি(সমকাল থেকে):
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি
একই চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও ইউএনও জিয়া আহমেদ সুমনের কাছে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়েছে।
ডাকযোগে পাঠানো এ চিঠির প্রেরকের ঠিকানায় বসুন্ধরা এলাকার জনৈক রাশেদ আলম বলে উল্লেখ রয়েছে। তবে বসুন্ধরা এলাকাটি ঢাকার বসুন্ধরা এলাকা কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ চিঠি পাওয়ার পরই কচুয়া ইউএনও জিয়া আহমেদ সুমন সোমবার বিকেলে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১০৬১) করেছেন।
হাতে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, “উপজেলা নির্বাহী অফিসার, আপনি ও ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি দুইজনে নিচের নম্বরে ১০ লাখ টাকা পাঠাবেন। যদি বেঁচে থাকতে চান। আর শেখ হাসিনাকে বলবেন, মরণের সময় ঘনিয়ে আসছে। ০১৯৮৭৫২১২৮৫, ০১৯২৯২৯১৬৩৪, ০১৭৬৮৬৭৫৭৯০, ০১৭৬৯৯২২৭৮৭, ০১৮৫১৫৪২৩৬৬।”
কচুয়া থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার বলেন, “তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
কচুয়া ইউএনও জিয়া আহমেদ সুমন চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, “ওই চিঠির কথাগুলোই ডিডিতে উল্লেখ করা হয়েছে।”