চাঁদপুর: বেতন বৈষম্যদূরিকরণ ও পদবী পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকসস) চাঁদপুর জেলা শাখা প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের কাছে মঙ্গলবার দুপুরে জেলা প্রশসকের কক্ষে স্মারকলিপি প্রদান করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মারক লিপি প্রদান শেষে জেলা কালেক্টরাল ভবনের সামনে সমিতির সদস্যরা এক সংক্ষিপ্ত মানবন্ধন কর্মসূচি পালন করে।
স্মারকলিপিতে উল্লেখ্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস প্রশাসনে কর্মরত সহকারীগণ অফিসের সকল ধরনের কর্মকাণ্ডে মূখ্য ভূমিকা পালন করে থাকেন। কিন্তু একই জেলা প্রশাসকের অধীনে কর্মরত হয়েও সহকারী কর্মকর্তা (তহশীলদার) ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (সহকারী তহশীরদার) এর বেতন স্কেল ০৫ (পাঁচ) ধাপ উচ্চতর স্কেলে উন্নীত করায় কালেক্টরেট সহকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে যা সহকারীদের প্রতি বিমাতাসুলভ। কর্মচারীগণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। ফলে স্বাভাবিকভাবেই কাজের প্রতি নিরুৎসাহ সৃর্ষ্টি হচ্ছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দীর্ঘদিনের প্রাণের দাবী ‘পদবী পরিবর্তন’ ওই বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদানের অপক্ষোয় আছে। আমারা আমাদের দাবীর পূর্ণাঙ্গ বাস্তবায়ন কামানা করছি।
স্মারকলিপি প্রদান ও মানবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জিয়া উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক মাসুদ উল আলম, সমিতির কর্মকর্তা আকতারুজ্জাম, নেছার আহমেদ, মিজানুর রহমান দেওয়ান, শাখাওয়াত হোসেন, শাহ আলম, গৌর নিতাই কর্মকার, মহিতোষ ঢালী, হাসিনা খানম, উম্মে হানি, রুবিনা ইয়াছমিন, সকল তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীগণ।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।