রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে শহরের রেলওয়ে কুলিবাগান এলাকায় পুকুরে চাষকৃত মাগুর মাছের কারণে প্রায় ২শ‘ পরিবারের একটি পাকা রাস্তা মরণফাঁদ হয়ে দেখা দিয়েছে। এছাড়া রাস্তায় পাশের একটি বিদ্যুৎতের পিলার হেলে পড়েছে এবং ওই পরিবারগুলোর গ্যাসের লাইনটিও যে যোকো মূহুর্তে ভেঙ্গে পরার উপক্রম হয়ে পরেছে। বর্তমানে বিদ্যুৎতের খুটিটি পড়ে যাওয়া আতংকে এলাকাবাসী বাশ দিয়ে সেটি বেধে রেখেছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ রেলওয়ে কুলিবাগান একটি ঘনবসতিপূর্ণ এলাকা। ওই এলাকার আকিল উদ্দিন ভুইয়া বাড়ি (সাবেক পৌর কাউন্সিলর দুলাল এর বাড়ির সড়ক) সংলগ্ন রেলওয়ের একটি পুকুর রয়েছে। পুকুটির মাঝ বরাবর চাঁদপুর পৌরসভার নির্মিত একটি পাকা সড়ক দিয়ে ওই এলাকার প্রায় দুশ‘ পরিবারের লোকজন নিয়মিত যাতায়েত করে থাকে। গত কয়েক বছর ধরে স্থানীয় মান্নান বেপারী নামের এক ব্যক্তি ওই পুকুরে বিদেশী প্রজাতীর মাগুঁর মাছ চাষ করে আসছে। অত্যান্ত ধাঁরালো দাতের মাছগুলো পুকুর পাড়ের রাস্তার মাটি খেয়ে খেয়ে সেখানে বড় বড় গর্তের সৃষ্টি করে। এতে করে পৌর কতৃপক্ষের লক্ষ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত রাস্তাটির প্রায় অর্ধেক অংশ ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর এবং এলাকাবাসী মান্নান বেপারীকে একাধিকবার বললেও তিনি কর্ণপাত করেননি। এদিকে গত কয়েকদিন ধরে উল্লেখিত রাস্তাটির পাশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি পিলার হেলে পড়ার এলাকাবাসীর ক্ষুব্ধতা চরম পর্যায়ে পৌছেছে। তাদের দাবি, বিদ্যুৎতের ওই পিলারটির সাথে স্থানীয় প্রায় ২শ‘ পরিবারের বিদ্যুৎ সংযোগ রয়েছে। তাছাড়া রাস্তার পাশ দিয়ে যাওয়া গ্যাসের সংযোগ লাইনটিও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মূহুর্তে পিলারটি ভেঙ্গে যেতে পারে। বর্তমানে রাস্তাটি আতংকগ্রস্থ ওই এলাকার মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিশ্চুক স্থানীয় বেশ কজন জানায়, পুকুরের মাগুর মাছ চাষ করা মান্নান বেপারী তার পেশী শক্তি ব্যবহার করে এহেন কাজ চালিয়ে যাচ্ছে। ভয়ে কেউ এ বিষয়ে প্রতিবাদ করতে পারছে না। আমরা এখন আতংকে রয়েছি। বিদ্যুৎতের পিলারটি পরে গেলে বড় ধরনের একটি দূর্ঘটনা ঘটার সম্ভবন রয়েছে। এতে বহু লোকের প্রাণহানী ঘটতে পারে। আমরা স্থানীয় কাউন্সিলর, বিদ্যুৎ অফিসকে বহুবার জানিয়েছি। কিন্তু এতে কোনো কাজ হয়নি। এ বিষয়ে তারা চাঁদপুর পৌর সভার মেয়রের সুদৃষ্টি কামরা করেন। এ বিষয়ে পুকুরে মাছ চাষী মান্নান বেপারী বলেন, রাস্তা, বিদ্যুৎতের পিলার ঝুকিপূর্ণ রয়েছে সহসাই আমি রাস্তা ও বিদ্যুৎতের খুটি মেরামত করে দিবো।