
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে নাত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। আজ ১৫ নভেম্বর রোববার সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ নাত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের সদস্যরা কোরআন তেলাওয়াত, নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করবেন। এছাড়া মিলাদ-কিয়াম এবং অতিথিদের আলোচনা পর্ব ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল-আমিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাইফুদ্দীন খন্দকার।
নাত সন্ধ্যায় সকল নবী প্রেমিক মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন নাত সন্ধ্যা উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ আবদুর রহমান গাজী ও সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন।