প্রতিনিধি =
চাঁদপুর কোস্টগার্ড সদস্যদের অভিযানে আটক কারেন্ট জালগুলো গতাকল রোববার আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। গত ১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যনত্দ মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে ৪৬ লাখ ৭৬ হাজার ৫০ মিটার অবৈধ কারেন্ট জাল তারা আটক করেন। কোস্টগার্ড সূত্রে জানা যায়, আটক কারেন্ট জালগুলোর মূল্য হবে ২৬ কোটি ৬৫ লৰ ৩৪ হাজার ৮শ’ ৫০ টাকা।
গতকাল শহরের ১০নং ঘাটস্থ কোস্টগার্ড স্টেশনের অস্থায়ী অফিসের সম্মুখে নদীর পাড়ে কারেন্ট জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নূরুলস্নাহ নূরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাহফুজুর রহমানসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, সরকার ঘোষিত নদীতে সকল ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ নদীতে অবৈধ কাজ করে তাদেরকে আইনের আওতায় এনে সাজা প্রদান করা হবে।