রফিকুল ইসলাম বাবু : চাঁদপুর শহরের উত্তর কোড়ালিয়ায় পাল বাজার ব্যবসায়ীর মেয়ে স্কুল ছাত্রী বাবা বোরকার টাকা না দেওয়াতে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটে গতকাল ১ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০টায়। জানা যায়, প্রতিদিনের ন্যায় পালবাজারের কাঁচামাল ব্যবসায়ী মিজান ছৈয়ালের মেয়ে লেডী প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার (১৬) বাবাকে বোরকা কিনার জন্য টাকা চায়। বাবা তার কথা মতো ১হাজার টাকা দেয়। কিন্তু মেয়ে মা মাজেদা বেগম এর কাছ থেকে আরো টাকার চায়। মা-বাবা দিতে অপরাগতা প্রকাশ করে এবং পরে দিবে বলে। কিন্তু মেয়ে এখনই দিতে হবে বলে বাবা-মাকে বাধ্য করে। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এ জের ধরে মেয়ে নিজ শোয়ার ঘরে আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতে কাজ শেষে বাবা মেয়ে ফারজানাকে ডাক দিলে কোন শব্দ না পেয়ে তার রুমে ঢুকে ফারজানার লাশ ঝুলন্ত অবস্থা দেখতে পায়। বাবার আত্মচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে ছুটে আসে ফারজানাকে প্যাচানো অবস্থা থেকে উদ্ধার করে। পরে দেখতে পায় ফারজানা মৃত। এ ঘটনা এলাকায় জানা জানি হয়ে গেলে ফারজানাকে তরিগরি করে রাতেই দাফনের চেষ্টা করে। গোপন সংবাদে পুলিশ খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৩টায় ফারজানার লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।