রফিকুল ইসলাম বাবু।
চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাট এলাকায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত রাকিব বেপারী (১২) নামের কিশোরকে মঙ্গলবার সকালে আটক করেছে মডেল থানা পুলিশ। আজ দুপুরে শিশুটির মা রুবি বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-৫০। তারিখ ২৬-৯-২০১৭ইং। অভিযুক্ত কিশোর রাকিব বেপারী একই এলাকার মোস্তফা বেপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ঘরে শিশুটি একা থাকায় পাশবর্তী বাড়ির রাকিব কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষন করে। পরে শিশুটির পরিবার চাঁদপুর মডেল থানা পুলিশ কে বিষয়টি জানালে মঙ্গলবার সকালে এস আই ( বিপ্লব নাহা) অভিযুক্ত রাকিবকে আটক করে থানায় নিয়ে আাসে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ্ ওলি জানায়, শিশুকে ধর্ষনের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।