শাহরিয়রি খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের ১১ নং ওয়ার্ড গুনরাজদী গাজী সড়কে সম্পত্তিগত বিরোধে নিয়ে আদালতে মামলার করায় পতিপক্ষরা টিটু ডালির বসতঘরে হামলা ভাংচুর চালিয়েছে। ভাড়াটিয়াকে উছকানি দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করে মানুষকে ভুল তথ্য প্রদান করে এই হামলার ঘটনা ঘটিয়েছে।
শনিবার সন্ধায় টিটু ডালির বসতঘরে গিয়ে দেখা যায়, পতিপক্ষরা সম্পত্তি দখল করার জন্য টিটু ডালির ভাড়াটিয়া জুয়েল হোসেন (২৭) নামের এক রিক্সা চালককে তালাবন্দী করে আটকে রাখার দোহাই দিয়ে শুক্রবার রাতে দলবল নিয়ে ঐ বাড়িতে হামলা চালায়। গত কয়েক মাস পূর্বে রিক্সা চালক জুয়েল এলাকার রাজমিস্ত্রি জয়নাল এর মাধ্যমে আব্দুল হালিম ঢালীর ছেলে সিঙ্গাপুর প্রবাসী টিটু ঢালীর বাসা ভাড়া নেয়। মাসে ১ হাজার ৬শ টাকায় একটি রুম ভাড়া নেওয়ার পর গত ৪ মাস ভাড়া প্রদান না করে তালা মেরে সে হাজিগঞ্জ চলে যায়। ভাড়ার টাকা না পেয়ে টিটু ঢালী রাজমিস্ত্রি জয়নালকে জানিয়ে তাকে খবর দিয়ে আনতে বলে। জয়নাল এর কথা মতো রিক্সা চালক টিটু ঢালী শুক্রবার এসে ঘরের তালা খুলে মালপত্র নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক ৪ মাসের ভাড়া চাইলে সে টাকা নিয়ে আসছে বলে জানিয়ে টিটুর প্রতিপক্ষ আব্দুল হালিম গাজির ছেলে আফজাল গাজি ও তার ভাই সফিউল্লা গাজিকে হাত করে। গত ৫ মাস পূর্বে টিটু গাজির বাড়িতে ৩০ পয়েন্ট জায়গা দখল নিয়ে সফিউল্লা গাজির সাথে আদালতে মামলা চলে আসছে। সে মামলায় তাদেরকে আসামী করায় ক্ষিপ্ত হয়ে ঐ ভাড়াটিয়ার সাথে যোগসাযেস করে এলাকায় মিথ্যা আটকের নাটক ঘটিয়ে রাতে একদল সন্ত্রাসী বসত ঘরে হামলার ঘটনা ঘটায়। এ ব্যপারে বাড়ির মালিক টিটু গাজি জানায়, ভাড়াটিয়া রিক্সাচালক জুয়েলের কাছে ভাড়ার টাকা চাইলে সে টাকা দেওয়ার কথা বলে প্রতিপক্ষ আফজাল গাজিকে হাত করে। আফজাল গাজি তার ভাই সফিউল্লা গাজির সাথে মামলা চলমান থাকায় তারা ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়াকে পুজি করে মিথ্যা নাটক সাজিয়ে বসত ঘরে হামলা চালায়। তারা ঘরের বেড়া দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। জায়গা সম্প্রতি দখল করার জন্য পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এছাড়া প্রতিপক্ষরা মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দিবে ও মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি প্রদান করে।