রফিকুল ইসলাম বাবু, ॥
চাঁদপুরে পূর্ব শত্রুতা জেরধরে হামলায় গুরুতর হৃদয় হোসেন (২১) নামে যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের গুনরাজদী রওশন রাইস মিলে এলাকায়। এবিষয়ে হৃদয় হোসেনের মা নার্গিস আক্তার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের এজহার সূত্রে জানা যায়, হৃদয় হোসেনের সাথে গুনরাজদী এলাকার বাবুল কসাইয়ের ছেলে বক্করের পূর্ব শত্রুতা ছিলো। তারই জেরধরে গত বৃহস্পতিবার দুপুর ২টায় হৃদয় হোসেন রহমতপুর কলোনীর নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওন হয়। গুনরাজদী রওশন রাইস মিলের সামনে আসলে বক্কর, শরীফ, মোশারফ হোসেন, শান্ত, মেহেদী অওফে কাঠাল, শামীম সহ একদল সন্ত্রীসী দেশীয় অস্ত্রদিয়ে হামলা চালায়। এত করে হৃদয় হোসেন ডান হাতে ও পিঠে মারাক্তক যখম হয়। হৃদয়ের ডাক চিৎকারে আশপাশের লোক জন ছোটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় হৃদয় হোসেন সাথে থাকা দোকানে কালেকশনের নগদ ৭ হাজার, ৫শ’ ৫০টাকা ও সেম্পনি- পি-৬ মডেলের মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয়রা হৃদয়কে রক্তক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎক হৃদয় হোসেন শরীরের যখমস্থানে বেশ কয়েকটি সেলাই সহ চিকিৎসা দিয়ে ভর্তি দেয়। হৃদয় বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীরা শুধু হামলা করেই খ্যান্ত হয়নি বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে মামলা না করার জন্য। এবিষয়ে হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন।