অপরদিকে বাবুরহাট এলাকায় হরতাল ও অবরোধ বিরোধী আওয়ামী লীগ কর্মীরা পিকেটারদের বাঁধা দিতে গিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি কেন্দ্রীয় বিএনপি নেতা জিএম ফজলুল হকের বাসবভনে ইটপাটকেল নিক্ষেপ করে। চাঁদপুর জেলা ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা সকাল থেকে চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পিকেটিং করে ব্যাপক যানবাহন ভাংচুর করে। এসব যানবাহনের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিলো মোটর সাইকেল, রিক্সা ও অটোবাইক। এদিকে জেলা ১৮ দলীয় জোট ছাড়া বিএনপি অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা শহরের সরকারি কলেজ থেকে শুরু করে চেয়ারম্যান ঘাট পর্যন্ত মিছিল করেছে। জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হতে থাকে। সকাল পৌঁনে ১১টায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝির নেতৃত্বে ১৮ দলীয় জোট অবরোধ ও হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কালীবাড়ি মোড়, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও নতুনবাজার হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাক আক্তার হোসেন মাঝি, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, শহর যুবদলেরর আহ্বায়ক আব্দুল কাদের বেপারী, যুগ্ম আহ্বায়ক দ্বীন মোঃ জিল্লু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বিল্লাল হোসেন মিয়াজী, সদর থানা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম প্রধান, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আরিফুল্লাহ, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তফা কাউসারসহ ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা। মিছিল চলাকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের লেকের পাড়ে ২/৩টি সিএনজি স্কুটার ও অটোবাইক ভাংচুর করে পিকেটাররা। এদিকে সকাল থেকে এ স্থানে হরতাল ও অবরোধ সমর্থনকারীরা যানবাহন ভাংচুর করে ও যানবাহন চলাচলে বাঁধা প্রদানের মাধ্যমে পিকেটিং করে ১৮ দলীয় জোট কর্মীরা। বাবুরহাট পশ্চিম বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীরা ভোর রাত থেকে অবস্থান নেয়ায় বিএনপি ও অঙ্গ-সংগঠন কর্মীরা মাঠে নামতে পারেনি। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীরা সকাল থেকেই বাবুরহাট বাজার-মতলব-পেন্নাই সড়ক নিজেদের দখলে রাখে।
অন্যদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট নামক স্থানে ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা সকাল ১১টা থেকে ব্যাপক সহিংসতার সৃষ্টি করে। এ সময় তারা ২০/৩০টি যানবাহন ভাংচুর করে। দুপুর সাড়ে ১২টায় ঐ স্থানে পিকেটাররা কয়েকটি মোটর সাইকেল ও ভাংচুর করে একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে ঘোষেরহাট এলাকায় ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়। সংবাদকর্মীরা ঐ সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে আগুনে লেলিহান শিখার কারণে তারা সঠিকভাবে স্থির চিত্র ও ফুটেজ ধারণ করতে অক্ষম হয়। –