রফিকুল ইসলাম বাবু ॥
শহরের চক্ষু হাসপাতালের পিছনে বহুতল ভবন বিল্লাল টাওয়ারের ৫ম তলা থেকে এক পতিতাসহ দালাল এনায়েত হোসেন (৪৫) কে আটক করেছে পুলিশ। ৩০ অক্টোবর রাতে তাদেরকে আটক করা হয়।
জানাযায়, দীর্ঘদিন যাবৎ এনায়েত শহরের বিভিন্ন স্থানে ফ্লাট বাসা ভাড়া নিয়ে পতিতা রেখে দেহ ব্যবসা করে আসছিলো। সে ইতসময়ে বেশ কয়েকবার আটক হয়েছে। ঘটনার দিন কাচা কলোণী এলাকার হালিমা নামের এক পতিতাকে তার বাসায় রেখে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার খবর পেয়ে পুলিশ তার বাসা তল্লাশী চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে খদ্দের পালিয়ে গেলেও পতিতা ও দালাল এনায়েতকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে খদ্দের দেয়াল টপকে পালিয়ে যায়। অবশেষে পতীতা ও দালাল এনায়েতকে আটক করে থানায় নিয়ে আসি। তিনি আরো জানান, গত ৩ জুন তাকে নারীঘটিত ঘটনায় আটক করে হাজতে প্রেরন করা হয়। এদিকে আটক এনায়েতরক ছাড়িয়ে নেওয়ার জন্য একটি চক্র জোর তদবীর চালাচ্ছে বলে খবর পাওয়া যায়। দালাল এনায়েতকে আটক করার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে বলে জানান এলাকাবাসী।