মিজানুর রহমান ॥ জাতীয় পর্যায় জনপ্রশাসন পদক প্রাপ্ত চাঁদপুরের জেলা প্রশাসকসহ ৬ কর্মকর্তাকে সংবর্ধনার মধ্য দিয়ে চতুরঙ্গের সপ্তাহব্যাপী ৯ম ইলিশ উৎসব ২০১৭ ্এর সফল সমাপনী হয়েছে। প্রাণ ফ্রুটিক্স ও প্রাণ সরিষার তেল এর পৃষ্ঠপোষকতায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ২৩ সেপ্টেম্বর শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুনীজন সংবর্ধনা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ। এ দিন বিকেল ৩টায় কও খ গ্রুপে হারানো দিনে গান ও মেঘনা পাড়ের সুন্দরী প্রতিযোগিতার মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর উদয়ন সংগীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় ইলিশ বিষয়ক আলোচনা এবং গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রশাসন প্রদকপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার হাতে একে একে সংবর্ধনা ক্রেস্ট তুলে চতুরঙ্গের কর্মকর্তারা। ইলিশ উৎসবের পক্ষ থেকেও স্পন্সর প্রাণ আরএফল প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথি ও প্রধান আলোচকের বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন,ইলিশ আমাদের চরম গর্বের। এটা কেবল চাঁদপুর নয়, গোটা দেশে এবং বিশে^ এর সুনাম ছড়িয়ে পড়েছে।সরকার বুঝতে পেরেছে ইলিশ মাছ আমাদের গর্বের এজন্য জামদানির সাথে ইলিশকে জিআই পণ্য করেছে। গোটা বিশ^ জানে ইলিশের দেশ বাংলাদেশ ।সবাই মিলে ইলিশ রক্ষায় আমরা যে কর্মযজ্ঞ চাঁদপুরে শুরু করে ছিলাম এর সুফল এখন জাতি পাচ্ছে। ইলিশ বৃদ্ধির ক্ষেত্রে চাঁদপুরের অবদান সবচাইতে বেশি।। এ জন্য চাঁদপুর বিশে^র কাছে পরিচিত ্একটি নাম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন জেলা প্রশাসনের পাশাপাশি চতুরঙ্গ যতবাধা বিপত্তি পেরিয়ে ইলিশ রক্ষার্থ্যে অগ্রণী ভুমিকা রাখবে।মানুষের প্রচেষ্টা যদি থাকে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব চুুরঙ্গ তাই করেছে এ জন্য চতুরঙ্গের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
আগামী ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষার আহবান জানিয়ে জেলা প্রশাসক আরো বলেন, বাংলাদেশের যে ৫টি অভায়াশ্রম রয়েছে, তার মধ্যে বৃহত্তম অভায়াশ্রম চাঁদপুর। এখানে মা ইলিশ আসতে পারে ইলিশের প্রর্যুযতা বৃদ্ধি পাবে । আর যদি জাটকা নিরাপদে থাকতে পারে তাহহলে সাগরে মা ইলিশ বৃদ্ধি পাবে।
ইলিশ উৎসব কমিটির আহ্বায়ক রোটারিয়ান কাজী শাহাদাতের সভাপ্রধানে এবং ইলিশ উৎসবের রুপকার ও সংগঠনের মহাসচিব হারুন আল রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। স্বাগত বক্তব্য রাখেন চতুরঙ্গের উপদেষ্টা ডা. পীযুষ কান্তি বড়–য়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন চতুরঙ্গের উপদেষ্টা অজিত সাহা, আজীবন সদস্য অ্যাড. বদরুল আলম চৌধুরী, মৎস্যজীবী নেতা আঃ মালেক দেওয়ান, মানিক দেওয়ান, তছলিম বেপারী ও শাহলম মল্লিক। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চতুরঙ্গের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
সবশেষে চাঁদপুরের তারকা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।