স্টাফ রিপোর্টার : চাঁদপুরে প্রশমন প্রকল্পের উদ্যোগে হাসপাতাল, চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাদানকারীদের মাঝে ৩০০টি পিপিই প্রদান করা হয়েছে।
একই সাথে ২৫ হাজার সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয়েছে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণের জন্য। রোববার (২৯ মার্চ) চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ এসব পিপিই ও লিফলেট উল্লেখিত সেবাদানকারী প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করেন।
এর আগে প্রশমন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. শাহজাহান আলী সিভিল সার্জনের হাতে এসব পিপিই তুলে দেন।
প্রশমন প্রকল্পের মাধ্যমে চুক্তিবদ্ধ সিকিৎসা প্রদানকারি চাঁদপুরের
হাসপাতালগুলো হচ্ছে- মিডল্যান্ড হসপিটাল, হানিছিদ্দিক মেমোরিয়াল, বেলভিউ
হসপিটাল, ডায়াবেটিক হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল, রয়েল ম্যাক্স, ফ্যামেলি
কেয়ার, এস্টহা ডায়াগনস্টিক সেন্টার এবং সূর্যের হাসি নেটওয়ার্কের দুইটি
হাসপাতাল এবং সেবা প্রদানকারী ডাক্তার, নার্স ও অন্যান্য সেবাপ্রদানকারি
ব্যক্তি।