চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের প্রধান তুলনাকারক নূরুল আমিন ভূইয়া ( খোকন ) মারা গেছেন। ( ইন্না..রাজেউন)। তিনি হদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
খোকন বুধবার সকাল থেকে দুপুর পযন্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের নকল খানায় কমরত ছিলেন।
দুপুরে বুক ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরন করেন। বিকেল সাড়ে ৫ টায় তার কমস্থলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
রাতে বাদ এশা তার নিজ গ্রাম কচুয়া উপজেলার দোয়াটিতে ২য় জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তান রেখে যান।
তিনি চাঁদপুর আদালতে আইনজীবী ও মোহরানাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন।
তার মৃত্যুতে আদালত এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্টাফ করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/