চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৮-১৯ সালের পরিচালনা পর্ষদ গঠনকল্পে ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২০ ডিসেম্বর বুধবার ১৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এঁরা হচ্ছেন : পরিচালক পদে সাধারণ সদস্য ৮জন, অ্যাসোসিয়েটেড সদস্য ৬জন এবং ট্রেডগ্রুপ থেকে ১জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী গতকাল ২৪ ডিসেম্বর রোববার চাঁদপুর চেম্বার কার্যালয়ে ইলেকশান বোর্ডের চেয়ারম্যান অ্যাডঃ মজুমদার একেএম ফারুক নির্বাচিত পরিচালকগণের মধ্য হতে তাঁদের দ্বারা প্রেসিডেন্ট পদে একজন ও ভাইস প্রেসিডেন্ট পদে দু’জন নির্বাচিত করার জন্যে প্রস্তাবনা আহ্বান করেন। এ আহ্বানের প্রেক্ষিতে নির্বাচিত পরিচালকদের মধ্য হতে মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হযরত আলী ও শিমুল কুমার সাহার প্রস্তাবনায় এবং ফিরোজ আহমেদ, গোপাল চন্দ্র সাহা ও মাইনুল ইসলামের সমর্থনে প্রেসিডেন্ট পদে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে সুভাষ চন্দ্র রায় ও ভাইস প্রেসিডেন্ট পদে তমাল কুমার ঘোষকে মনোনীত করে একটি প্যানেল উপস্থাপিত হয়। এ প্যানেলের বিপরীতে আর কোনো প্রস্তাবনা না থাকায় উত্থাপিত প্যানেলটি ইলেকশান বোর্ড কর্তৃক গৃহীত হয়। নির্বাচিত এ পরিষদ আগামী ১ জানুয়ারি-২০১৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষর্দের দায়িত্ব পালন করবেন।
২০১৮-১৯ সালের পরিচালনা পর্ষদের ১৫ জন হচ্ছেন : প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র রায়, ভাইস প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ, পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, সালাহউদ্দিন মোঃ বাবর, মোঃ মাইনুল ইসলাম, মোঃ হযরত আলী, আব্দুল মালেক খন্দকার, মোঃ আমিনুর রহমান, মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, মোঃ জামাল হোসেন, শিমুল কুমার সাহা, ফিরোজ আহমেদ ও গোপাল চন্দ্র সাহা।