মিজান লিটন
‘জ্বলছে আলো চলছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরেও বিদ্যুৎ সপ্তাহের ব্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যুৎ বিভাগের চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিউবো কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, পূর্বের তুলনায় বর্তমানে অনেক বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। ধীরে ধীরে আরো উন্নতি হবে। উৎপাদন বাড়ার কারণে আগের মতো এখন আর ঘন ঘন বিদ্যুতের লোড শেডিং হচ্ছে না। তিনি আরো বলেন, আমরা এখন যথাযথ পরিমাণে বিদ্যুৎ পাচ্ছি। আমাদেরকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে। কোনোভাবেই বিদ্যুতর অপচয় করা যাবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আমির জাফর, বিদ্যুৎ বিভাগের চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রূপক কান্তি মজুমদার, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, খলিলুর রহমান, বিদ্যুৎ শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, সিবিএ নেতা আঃ রহিম, আলমগীর হোসেন, মোস্তফা কামাল, আবুল বাশার, মোশারফ ভূঁইয়াসহ কর্মকর্তা ও শ্রমিকগণ।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।