মোঃ শহিদ উল্যাহ প্রধান মোঃ মিজানুর রহমান
আহ্বায়ক সদস্য-সচিব
গত ১৬ আগস্ট বেলা সাড়ে ১০টায় চাঁদপুর জেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত এককালের শিক্ষক আন্দোলনের সুতিকাগার ডি.এন হাইস্কুলে সকল উপজেলার শিক্ষক সমিতির প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, চাঁদপুর সদরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক ও শিক্ষক নেতা প্রধান শিক্ষক মোঃ আশ্রাফুল ইসলাম। সভায় অতীত জীবনের সকল শিক্ষক আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস, প্রয়াত শিক্ষক নেতা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদান, আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের, ন্যায়সঙ্গত দাবী পুরন, শতভাগ বেতন ভাতার আন্দোলন, বর্তমান মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রেক্ষাপট ও করণীয়, কেন্দ্রীয় সংগঠনের সাথে একাত্ম ঘোষণার পরিপ্রেক্ষিত, ফরিদগঞ্জ উপজেলার প্রয়াত শিক্ষক নেতা মোঃ সিরাজুল ইসলাম, মতলব উত্তরের আবু তাহের ও চাঁদপুর সদরের তরুণ শিক্ষক এ.কে আজাদ সুমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, জেলায় আহ্বায়ক কমিটি গঠন ও গঠনের রূপরেখা, সদর উপজেলা কমিটিগুলো গঠন ইত্যাদি প্রসঙ্গে স্ব-স্ব শিক্ষকদের বক্তব্যে উপস্থাপিত হয়। জেলায় একটি নিরপেক্ষ, নির্দলীয় ও রাজনৈতিক মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন করার লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হলেন, মতলব উত্তর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বর্ষীয়ান শিক্ষক নেতা মোঃ শহীদ উল্যাহ প্রধান। সদস্য সচিব হলেন, ফরিদগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তরুণ শিক্ষক নেতা মোঃ মিজানুর রহমান। এ ছাড়াও উপস্থিত শিক্ষকদের মধ্যে এ কমিটিতে বেশ কয়েকজন যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব ও সদস্য অন্তর্ভূক্ত করা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গঠনকল্পে উপস্থিত শিক্ষক প্রতিনিধির মধ্যে থেকে অত্যান্ত যুগ উপযোগী বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ আশ্রাফুল ইসলাম (চাঁদপুর সদর), প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান (হাজীগঞ্জ), প্রধান শিক্ষক এম.এ মান্নান (হাইমচর), প্রধান শিক্ষক সর্দার আবুল কালাম (মতলব উঃ), ফরিদগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ সালাহউদ্দিন পাটওয়ারী (ফরিদগঞ্জ), প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্যাহ প্রধান (মতলব উঃ), সহকারী শিক্ষক মোঃ আবু ছায়েম (চাঁদপুর সদর), প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান (ফরিদগঞ্জ), সহকারী শিক্ষক মোঃ মজিবুর রহমান (চাঁদপুর সদর), সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান হারুন (মতলব উঃ), সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেন খান (ফরিদগঞ্জ), সহকারী শিক্ষক মোঃ আলী আক্কাছ (মতলব দঃ), সহকারী শিক্ষক আবদুল গনি (চাঁদপুর সদর)। সভা সঞ্চালনায় ছিলেন মতলব দক্ষিণ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা মোঃ বিল্লাল হোসেন। সভায় অতি দ্রুততর সময়ের মধ্যে সকল উপজেলার সকল শিক্ষক নেতৃবৃন্দের সাথে বসে সোহার্দপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে চাঁদপুর জেলার সকল মাধ্যমিক শিক্ষকদের মর্যাদা, দক্ষতা বৃদ্ধি, মানসম্মত শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবী আদায়ের লক্ষ্যে একটি পুর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার লক্ষ্যে সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়। আগামী ২-১ সপ্তাহের মধ্যে আহ্বায়ক কমিটির সকল সদস্যদের নাম প্রকাশ করা হবে।
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।