চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জেলায় শতকরা হারে শীর্ষে রয়েছে কচুয়া উপজেলার মনসুর উদ্দিন মহিলা কলেজ। দ্বিতীয় ফরিদগঞ্জের হাজেরা হাসমত ডিগ্রি কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এ- কলেজ। মনসুর উদ্দীন মহিলা কলেজ শতভাগ, হাজেরা হাসমত ডিগ্রি কলেজ ৯৯.৫৫% ও ডেফোডিল ইন্টারন্যাশনাল করেজ ৯৫.১২%।
জিপিএ ফাইভ পেয়ে জেলার সর্বোচ্চ স্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল কলেজ, এ+ পেয়েছে ২১জন। দ্বিতীয় স্থানে রয়েছে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমী স্কুল এ- কলেজ এ+ পেয়েছে ২০জন এবং তৃতীয় স্থানে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ, এ+ পেয়েছে ১৩জন।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে স্ব স্ব কলেজের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানাগেছে।
চাঁদপুর সদর উপজেলায় শতকরা হারে শীর্ষে রয়েছে ডেফোডিল কলেজ, দ্বিতীয় অবস্থানে খেরুদিয়া কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ। হাজীগঞ্জ উপজেলায় শতকরা হারে শীর্ষে রয়েছে পাইলট স্কুল এ- কলেজ ৮৯.৮৩%, দ্বিতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ মডেল কলেজ ৮৩.৬৭% ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ৬৬.১৩%।
জেলা সদরের চাঁদপুর সরকারি কলেজ ৭২.১৬%, এ+৪জন, চাঁদপুর সরকারি মহিলা কলেজ ৭৫.৬৩%, এ+১২জন, পুরান বাজার ডিগ্রি কলেজ ৭১%, এ+১জন। ফরিদগঞ্জ উপজেলা সদরের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে শতকরা ৭৬.২৩% উত্তীর্ণ হয়েছে।
এছাড়া জেলার অন্যান্য উপজেলার কলেজগুলো উল্লেখযোগ্য ফলাফল অর্জন করতে সক্ষম হয়নি। এ বছর জেলার ৫১ কেন্দ্রে ২০হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।