চাঁদপুর নিউজ ডেস্ক=
চাঁদপুর জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন রোববার এ তথ্য জানিয়েছেন। এ বছর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজসেবক নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যানও। শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ২৫নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলার প্রথম সফল সামাজিক বনায়নকারী আলহাজ্ব মো. বাদশা খান। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন পুরানবাজারের ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধ্র“বরাজ বণিক। জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নূরুন নাহার আক্তার। জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় কচুয়ার সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার। শ্রেষ্ঠ কাব শিক্ষার্থী মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নিসরাত জাহান তিন্নি। এরা সবাই খুব শীঘ্রই চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিভাগীয় প্রতিযোগিতায় উত্তীর্ণরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।