চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাট বাজারসহ আশপাশের এলাকায় বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি ও সেবন চলছে। যার ফলে বাবুরহাট এলাকা এখন নেশা বিক্রির নিরাপদ স্থান হয়ে দাঁড়িয়েছে। আর এ সকল নেশায় আসক্ত হচ্ছে বাবুরহাট এলাকার ১৪ থেকে ৪০ বছর পর্যন্ত তরুণ ও যুব সমাজ। এমনকি জেলা শহর থেকে শুরু করে আশপাশের জেলা ও উপজেলা থেকে নেশা সেবনকারীরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে এসে নেশাদ্রব্য ক্রয় করে থাকে। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররাও এ মরণব্যাধি নেশায় আসক্ত হচ্ছে। স্থানীয় বেশ ক’জন যুবক ইয়াবাসহ বিভিন্ন নেশাদ্রব্য সুকৌশলে বিক্রি করে চলছে। নাম প্রকাশ না করার সত্ত্বে বাবুরহাটের বেশ ক’জন সমাজ সচেতন ব্যক্তি জানান, গত ক’দিন আগে চাঁদপুর মডেল থানা পুলিশ ইয়াবা নিয়ে বেশ ক’জনকে আটক করলেও আইনের ফাঁকফোকর দিয়ে ছাড়া পেয়ে যায়। ফলে পূর্বের ন্যায় নতুন নতুন যুব বয়সের ছেলেদের দিয়ে বর্তমানে দেদারচ্ছে বিক্রি করছে নেশাদ্রব্য। আর ঐ সকল যুবক অর্থের লোভে পড়ে নেশা বিক্রির কাজ করতে গিয়ে নিজেরাও আসক্ত হচ্ছে নেশায়।
নেশা সেবন ও বিক্রির স্থানগুলো হচ্ছে: বাবুরহাট মডেল টাউন মাঠ, অভয় বাবুর দিঘির পাড়, দশআনি দিঘির পাড়, উত্তর দাসদী মিজি স্কুল ও ফরাজী বাড়ির আশপাশ, ড. শামসুল হক ভূঁইয়ার বাউন্ডারির শেষ সীমানার রঙ্গেরগাঁও, বিএনপি নেতা হযরত আলী গাজীর বাড়ির আশপাশ, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠ, কলেজ শাখার আশপাশ উল্লেখ্যযোগ্য।
জানা যায়, বর্তমানে ২০ থেকে ২৫ বছর বয়সী বেশ ক’জন যুবক এলাকার কিছু অসহায় হতদরিদ্র লোকের মাধ্যমে ফেন্সিডিল, ইয়াবাসহ নানা মাদকদ্রব্য ভ্রাম্যমাণভাবে দেদারচ্ছে বিক্রি করছে। বাবুরহাটের সমাজ সচেতন অভিভাবকগণ নিজেদের সন্তানদের নিয়ে মারাত্মক দুঃচিন্তার মধ্যে দিন যাপন করছেন। বাবুরহাট এলাকার বিপদগামী মুখোশধারী কিছু লোক এ সকল নেশাদ্রব্য নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রেখে নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে একটি সূত্রে জানা গেছে। বাবুরহাট এলাকার ছাত্র, তরুণ ও যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে পর পর অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের গ্রেফতার করে কঠিন সাজা দিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব ও ডিবি পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করছেন বাবুরহাটের ভুক্তভোগী অভিভাবকবৃন্দ এবং সমাজ সচেতন ব্যক্তিবর্গ।