রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে । আজ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৫৭ জন ভোটার উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন। আগামী ১ বছরের জন্য নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ দুইটি প্যানেল ১৫টি পদে প্রতিদ্বন্দীতা করেন। আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি প্রার্থী অ্যাড. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড.মো: জসিম উদ্দিন ভূঁইয়া-১, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মাইনুল আহসান, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. শিব গোপাল মজুমদার। অন্যদিকে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি অ্যাড. সেলিম আকবর, সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো: সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মো: আবদুল্লাহীল বাকীসহ বাকী ১১ জন প্রার্থী জয়ী হতে ভোটে লড়ছেন।