চাঁদপুর নিউজ ডেস্ক :চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন বৃহস্পতিবার সুষ্ঠু ও শানত্দিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সমর্থিত মোঃ সেলিম আকবর-মোঃ সাইয়েদুল ইসলাম বাবু প্যানেল থেকে বিজয়ীরা হলেন: সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ সহিদ উল্লাহ কায়ছার, সিনিয়র সহ-সভাপতিসহ ৫টি পদে জয়লাভ করে।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ ভোট গ্রহণ চলে। ২শ’ ৪৩জন ভোটারের মধ্যে ২শ’ ৩৭জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাতে ফলাফল ঘোষণা করেন বিদায়ী সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডঃ আহছান হাবীব।
বিএনপি সমর্থিত প্যানেলে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন ঃ সভাপতি অ্যাডঃ মোঃ কামরুল ইসলাম (প্রাপ্ত ভোট ১২৪), জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ সহিদুল হক খান (প্রাপ্ত ভোট ১৩৫), সাধারণ সম্পাদক অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ (প্রাপ্ত ভোট ১২৬), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ আবদুল্লাহিল বাকী (প্রাপ্ত ভোট ১৩৫), সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ ফরিদ আহম্মদ মিয়া রিপন (প্রাপ্ত ভোট ১২০), জেনারেল অডিটর অ্যাডঃ মনির হোসেন (প্রাপ্ত ভোট ১২৯), রানিং অডিটর অ্যাডঃ মোঃ জাকারিয়া আল মাহমুদ হেলাল (প্রাপ্ত ভোট ১১৭), চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোহাম্মদ কামাল হোসেন মজুমদার (প্রাপ্ত ভোট ১৩৫), সম্পাদক রেজিস্ট্রারি অথরিটি অ্যাডঃ মোঃ আলী (প্রাপ্ত ভোট ১১৯), সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ সাইফুল মোল্লা (প্রাপ্ত ভোট ১২৮)।
অপরদিকে আওয়ামী লীগ ভোট ১২৯), সম্পাদক ফরমস্ অ্যাডঃ মোহাম্মদ আক্তার হোসেন (প্রাপ্ত ভোট ১২৭), সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ মোঃ নিজাম উদ্দিন খান শাহজাদা (প্রাপ্ত ভোট ১২৫), সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন প্রধান (প্রাপ্ত ভোট ১১৬), সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ বদরুল আলম (প্রাপ্ত ভোট ১২১)।