চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ফরিদা ইলিয়াছকে আহ্বায়ক, সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা অ্যাড. আবু জাফরের কন্যা ফারহানা মঈন রুমা ও চাঁদপুর পৌর কাউন্সিলর আয়েশা রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৬১ সদস্য বিশিষ্ট আওয়ামী যুব মহিলা লীগের চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- লক্ষ্মী রানী তারা, নাহার বেগম, কুরছিয়া বেগম সিমা, অ্যাড. রেবেকা সুলতানা লিপি, আসমা আক্তার মনি, অধ্যাপিকা খাদিজা আক্তার বকুল, অ্যাড. দিপালী ভৌমিক, অ্যাড. নাজমুন নাহার, অধ্যাপিকা নুপুর বিশ্বাস, অধ্যাপিকা নাসিমা আক্তার, ফাতেয়া বারী, আমেনা বেগম, আমেনা আক্তার শিউলী, ইতু চক্রবর্তী, বৈশাখী ঘোষাল তুলি, খালেদা বেগম লিনা, তাহমিনা আক্তার লিজা, উম্মে কুলসুম বিথি, অঞ্জনী রানী, খাদিজা বেগম, আফরোজা আক্তার, সখিনা বেগম, পারভীন আক্তার, ফাতেমা বেগম, খালেদা রহমান, সখিলা আক্তার, রশিদ মুক্তা, রুমা বেগম, ইয়াসমিন আহমেদ, কোহিনুর বেগম, হাসিনা বেগম, আয়েশা বেগম, লিপি আক্তার রুজিনা খাতুন মনি, লাবনী বেগম, রাবেয়া বেগম, জাহানারা বেগম, লাবলী বেগম, মেহজাবিন খান সিমা, রাহেলা আক্তার লাকী, নাজনীন আক্তার লিজা, সবিতা রানী মজুমদার, শাহানারা বেগম, নাজমা আক্তার, রাজিয়া আক্তার, নাজনীন বেগম, সাজেদা বেগম, আরজু বেগম, হামিদা জিন্নাত, শাহিনুর আক্তার, নাঈমা সুলতানা, মমতাজ বেগম, মার্জেনা বেগম, ইভা আক্তার, লাকী বেগম, বিলকিস জাহান, নারগিস জাহান, রুনা আক্তার, সালমা আক্তার ও তাসনিয়া রহমান সেজুতি।
শিরোনাম:
বুধবার , ১৬ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।