স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘ ১১ বছর পর এ সম্মেলন হওয়ায় দলের নেতা-কর্মীদের মাঝে সম্মেলনকে নিয়ে উৎসাহ ব্যাপক। এরই মধ্যে অনেক যোগ্য নেতৃত্ব সৃষ্টি হয়েছে বলে মনে করেন দলের নেতা-কর্মীরা। তাই জেলা আওয়ামী লীগের নেতৃত্ব একজন পরীক্ষিত সৎ ও যোগ্য নেতার হাতে আসবে বলে মনে করেন দলের নেতা-কর্মীরা। বৃহত্তর আওয়ামী পরিবারের ত্যাগী নেতা-কর্মীদের বক্তব্য হচ্ছে, যিনি ইতোমধ্যে একজন সৎ এবং যোগ্য নেতা হিসেবে সর্ব মহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনিই যেনো এ জেলার আওয়ামী পরিবারের প্রধান অভিভাবক হন।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের প্রতিক্রিয়ায় জানা যায়, তারা চাঁদপুর জেলা আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্ণধার অর্থাৎ সভাপতি হিসেবে চাঁদপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহামেদকে চাচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে, জনাব নাছির উদ্দিন আহামেদ পর পর দুই মেয়াদে প্রায় একযুগ পৌরপিতার দায়িত্ব পালন করে নিজেকে একজন সৎ ও যোগ্য নেতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। তিনি দলের নেতা-কর্মীদের মাঝে পরীক্ষিত। বিশেষ করে ১/১১’র জরুরি অবস্থার সময় যখন দেশের রাজনৈতিক সঙ্কট চলছিলো তখন চাঁদপুরের বৃহত্তর আওয়ামী পরিবারের নেতা-কর্মীদের একমাত্র আশ্রয়স্থল এবং ভরসা ছিলো চাঁদপুর পৌরসভা ও মেয়র নাছির উদ্দিন আহামেদ। তিনি ওই সঙ্কটময় মুহূর্তে নেতা-কর্মীদের আগলে রেখেছেন। তিনি দলের দুর্দিনের কা-ারী। তাই তিনিই হতে পারেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের প্রধান অভিভাবক।
দলের নেতা-কর্মীদের এমন আশা-আকাঙ্ক্ষার বিষয়ে কথা হয় মেয়র নাছির উদ্দিন আহামেদের সাথে। তিনি নেতা-কর্মীদের প্রত্যাশা, আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বলেন, ছাত্র জীবন থেকেই আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার শৈশব, ছাত্রজীবন এবং রাজনীতি সব কিছু চাঁদপুরে। চাঁদপুরের আলো বাতাসে বড় হয়েছি। চাঁদপুরবাসীর দোয়া, স্নেহ ও ভালোবাসায় আজ আমি এ অবস্থানে। দীর্ঘদিন মাঠের রাজনীতি করছি। দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ জনগণের সাথে নাড়ির সম্পর্ক রয়েছে। লোভ-লালসা বা চাওয়া-পাওয়ার ঊধর্ে্ব উঠে জনপ্রতিনিধি হিসেবে পৌরবাসীর খেদমত করছি, পাশাপাশি পৌর আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছি। আমার কাছে পদ বড় কথা নয়, দল এবং দলের স্বার্থ আমার কাছে মুখ্য। সব কিছুর উপর আমার দল। এখন দল যদি বলে আরো বৃহৎ পরিসরে আমাকে দায়িত্ব পালন করতে, তাহলে মানসিভাবে অবশ্যই আমি প্রস্তুত। সর্বোপরি সকলের সহযোগিতা ও সহানুভূতি প্রত্যাশা করছি।