চাঁদপুর: করোনাভাইরাস প্রতিরোধে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে উন্নতমানের মাস্ক দিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সাধারণ সম্পাদকের বাসভবনে হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাইনুদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুর হাতে এসব মাস্ক তুলে দেয়া হয়।
করোনা প্রতিরোধে ২০২০ সালের মার্চ থেকে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ, আর্থিক ও খাদ্য সহায়তা বিতরণ ও পরামর্শমূলক বক্তব্য দিয়ে আসছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
চাঁদপুরনিউজ/এমএমএ/