প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের আওতায়

সভাপতি কাজী শাহাদাত সাধারণ সম্পাদক বি এম হান্নান
সংবাদ বিজ্ঞপ্তি
জনগনের দোরগোড়ায় সেবা পৌছে দেবার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা, মধ্যম আয়ের দেশ বিনির্মানে দক্ষতা ও কর্মসংস্থানের প্রসার, সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা এবং জেলার ব্রান্ডিং প্লাটফর্ম তৈরীর লক্ষ্যে ‘হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া’(এইচডি মিডিয়া ক্লাব) ক্লাব কাজ করছে।
চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যলয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের আওতায় জেলা এইচডি মিডিয়া ক্লাব গঠন করা হয়েছে। ২১সদস্য বিশিষ্ট জেলা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, চাঁদপুর সনাক সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক চাঁদপুর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের প্রধান নির্বাহী বি এম হান্নান।
কমিটির সম্মানীয় সদস্যগন হলেন: প্রবীন সাংবাদিক প্রফেসর মোহাম্মদ হোসেন খান,বাংলাদেশ বেতারের চাঁদপুর প্রতিনিধি অধ্যাপক আহছানুজ্জামান মন্টু, চাঁদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আলমগীর হোসেন বাহার,পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, মাতৃপীঠ মিত্র বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা খালেদা খানম, চাঁদপুর জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সুশীল সমাজের প্রতিনিধি রহিম বাদশা, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবর এর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, এসএ টিভির চাঁদপুর প্রতিনিধি জি এম শাহীন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, দৈনিক প্রবাহের নির্বাহী সম্পাদক আল ইমরান শোভন, স্বরলিপি নাট্যদলের সভাপতি এম আর ইসলাম বাবু, লেখক কাদের পলাশ, চাঁদপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের ছাত্রী লিপি আক্তার, চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মো: মামুন হোসেন, উন্নয়ন কর্মী মো: অনোয়ারুল হক ও সমাজকমী শেখ আল মামুন।
৯আগস্ট বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা এইচডি মিডিয়া ক্লাব গঠনে জেলা তথা অফিসে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো: নুরুল হক। উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে জেলা এইচডি মিডিয়া ক্লাবের সভাপতি হিসেবে কাজী শাহাদাত সাধারণ সম্পাদক হিসেবে বি এম হান্নানকে মনোনীত করা হয়।
জেলা তথ্য অফিসার মো: নুরুল হক জানান, এইচডি মিডিয়ার মূল লক্ষ্য বাস্তবায়নের জন্যে ৩৬০ ডিগ্রি যোগাযোগ(টেলিভিশন, রেডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিন্ট মিডিয়ায় আন্ত:সম্পর্কিত যোগাযোগ মাধ্যম) কাজে লাগিয়ে দেশব্যাপি উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারের পরিকল্পনা নিয়েছে সরকার।