স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক ও ক্রীড়াবীদ গোলাম মোস্তফা বাবুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোর ফুটবল একাডেমির খেলোয়াড়রা ও নেতৃবৃন্দরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় চাঁদপুর স্টেডিয়াম সামনে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে কিশোর ফুটবল একাডেমি সকল খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোর ফুটবল একাডেমির সভাপতি নূর হোসেন নুরু, সাধারণ সম্পাদক তাইজুদ্দিন বকাউল, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রিপন, কোচ ইউসুফ বকাউল, ম্যানেজার মজিবুর রহমান মজিব, মহিলা কোচ শিখা বেগম ।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা মিজান, সিরাজ জন্তু।
উল্লেখ্য,চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর কাছ থেকে গত কয়েকদিন যাবত পুরানবাজার এলাকার সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: সায়েদুর রহমান অপু ও মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা কালো বাজারী রহমান মাঝির ছোট ভাই মো: মাসুদ মাঝি চাঁদা দাবী করে আসছিল। বাবু চাঁদা না দেওয়ায় সোমবার রাতে গোলাম মোস্তফা বাবু পথিমধ্যে পুরানবাজার ব্রীজের গোড়ায় আসলে সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সায়েদুর রহমান অপু,মাসুদ মাঝির নেতৃত্বে এক দল যুবক তার কাছে চাঁদা দাবী করে। সে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অপুর নির্দ্দেশে মাসুদ মাঝি দেশীয় অস্ত্র কিরিজ দিয়ে বাবুর মাথায় ও কপালে স্বজোরে কোপ দিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।