স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের পালে বাজার এলাকার লেডি প্রতিমা স্কুলের সামনে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান বর্তমান সভাপতি শেখ মোতালেব ও পৌরসভার প্যানেল মেয়র হুমায়ন কবির খান সহ ১৪জনের নাম উল্লেখ্য, এবং অজ্ঞাত ১৫০ জনের নাম উল্লেখ করে মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১২ জুলাই লেডি প্রতিমা স্কুলের সামনে শরীফ এন্টারপ্রাইজের ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মোঃ শরীফ হোসেন সরকারকে কুপিয়ে আহত করায় তার বাবা দেলোয়ার হোসেন সরকার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-৩৮ তারিখ ১৪-০৭-২০১৫ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮৫/৫০৬। মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, শরীফ এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধীকারি মোঃ শরিফ হোসেন সরকার চাঁদপুরের বিভিন্ন ঠিকাদারী কাজ করে আসছিল। পালে বাজার এপোলো ভাইবেট কোম্পানীর পুরাতন ভবন ভাঙ্গিয়া নতুন ভবনের কাজ করার সময় মামলা আসামী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বর্তমান সভাপতি শেখ মোতালেব প্যানেল মেয়র হুমায়ক কবির খান অন্যান্য

আসামীরা ঠিকাদার মোঃ শরীফ হোসেন সরদারের কাছে ১০ লক্ষ টাকা দাবী করেন। চাঁদার টাকা দিতে স্বীকার করায় মামলার এজাহার ভূক্ত আসামীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে শরীফ হোসেন সরকারকে কুপিয়ে আহত করে। ঘটনার পর তাকে দ্রুত চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন পাকা মসজিদ এলাকায় শরীফ হোসেন সরকারকে তার নানার বাড়িতে নিয়ে চিকিৎসা করা কালে পুনরায় উল্লেখিত আসামীরা তাকে সেখান থেকে তুলে নেওয়ার জন্য চেষ্টা চালায়। এসময় তারা ইট, পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামের নেতিত্বে চাঁদপুর মডেল থানা পুলিশ সেখান থেকে শরীফ সরকারকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। হাসপাতালে ২য়তলার চিকিৎসা করা হয়। পালে বাজারে এলাকার এই হামলার ঘটনায় তার বাবা অবশেষে আসামীদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলাটি দায়ের করে। মামলার অন্যান্য এজাহার ভূক্ত আসামীরা হল, সায়েম, জাফর ইকবাল মুন্না, শাবনু, ফেরদৌস মোর্শেদ জুয়েল, রেদোয়ান, বাবু পাটওয়ারী, রবিন পাটওয়ারী, রুবেল গাজী ওরফে কুত্তা রুবেল, সাখাওয়াত হোসেন নাছির, জাহাঙ্গীর বেপারী।