শাহারিয়ার খান কৌশিক ॥
২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল চলাকালে শহরে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, আওয়ামীলীগ অফিসে বোমা বিস্ফোরণ ও নাশকতা সৃষ্টির অভিযোগে চাঁদপুরে জেলা জামাতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের ট্রাক রোড আল-আমিন মডেল মাদ্রাসার সামনে তার বাসায় মডেল থানার এস.আই ফিরোজ আলম এ.এস.আই নন্দন সরকার ও আহসানুর জাম্মান লাবু অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জেলা জামাতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী কে আটক করার পর পুলিশের কাছ থেকে ঘটনাস্থলে থাকা জামাত শিবিরের নেতাকর্মীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে মডেল থানা পুলিশের কয়েকটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে অবশেষে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাকে আটকের পর জামাত শিবিরের নেতাকর্মীরা শহরের নাশকতা সৃষ্টি করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কাইয়ুমের নির্দেশে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ কিছু এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, অবরোধ চলাকালে চাঁদপুরে ব্যাপক গাড়ি ভাংচুর, যাত্রীদের উপর হামলা ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানায় এ পর্যন্ত ১২টি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামী জেলা জামাতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী। এছাড়া গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় কুমিল্লা রোড, চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দুরবৃত্তরা পেট্টোল বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। এসময় মডেল থানার এ.এস.আই নন্দন সরকার টহলরত অবস্থায় আওয়ামীলীগ অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের ভূমিকায় রেখে আগুন নিভায়। সে ঘটনায় পুলিশ সন্দেহভাজন জামাতের সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজীকে আটক করে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানায়, আটকৃত জামাত নেতার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। শহরের নাশকতা রোধে অবশেষে জামাতের সেক্রেটারী বিল্লাল হোসেন কে আটক করা হয়েছে।