ফাহিম শাহরিন কৌশিক:-
আহব্বায়ক মোস্তফা তালুকদার সদস্য সচিব যুবায়ের আলম বাপ্পী
চাঁদপুর জেলা ট্রাকটর মালিক সিমিতি ও আলোচনা সভা ও আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় আই ডব্লিউটি মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলমগীর পাটওয়ারীর পরিচালনায় ও নূর দেওয়ানের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে ব্যবসায়ী জাহিদুল ইসলাম ভূইয়া। এসময় প্রায় ৫শতাধিক ট্রাকটর মালিক ও ড্রাইভার উপস্থিতিতে সবার সম্মিতিক্রমে আহব্বায়ক কমিটি ও ৯টি উপ-কমিটি ঘোষনা করা হয়। জেলা ট্রাকটর মালিক সমিতি আহব্বায়ক মোস্তফা তালুকদার ও সদস্য সচিব যুবায়ের আলম বাপ্পী কে মনোনীত করে আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় জাহিদুল ইসলাম ভূইয়া বলেন দীর্ঘদিন যাবত চাঁদপুরে ইমারত নির্মানের সরঞ্জামাদি যেমন ইট, বালু, সিমেন্ট, পাথর পরিবহনে ট্রাকটরের ভূমিকা অপরীসিম। অল্প খরচে মালামাল বহন করা যায় বরে সবাই ট্রাক্টরকে ব্যববহার করে আসছে। প্রসাশন প্রথমত ট্রাক্টটর চলাচলের জন্য যে নির্দেশনা দিয়েছে তা মেনেই ট্রাক্টকটর মালিক ও চালকরা মালামার বহন করছে। প্রসাশনের সকল নির্দেশনা সমর্থন করেই ট্রাক্টকটর গুলো শহরে চলাচল করছে। চাঁদপুর জেলা মালিক সমিতি পূর্বে না থাকায় কারণে সবাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। বর্তমানে আহব্বায়ক কমিটি ও ৯টি উপ-কমিটি গঠন করায় ৫শতাধিক ট্রাক্টকটর মালিক ও চালকদের বিভিন্ন নিরাপত্তা ও দাবি দাওয়া পূরণ হবে। তাই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রসাশনের নির্দেশনাবলী মেনে চলতে হবে। দিনের বেলায় ট্রাক্টটর না চালিয়ে রাত্রের বেলায় ট্রাক্টটরের মাধ্যমে মালামাল বহন করতে হবে। আলোচনা সভায় জেলা ট্রাক্টরটর মালিক সিমিতির আহব্বায়ক কমিটি গঠন করার পর ৯টি উপ-কমিটি ঘোষনা করা হয়। ঢালীর ঘাট উপ-কমিটি মিজান পাটওয়ারী, আলমগীর বেপারী ও জাকির ঢালী। বাবুরহাটে উপ-কমিটি কাদির খান, মামুন, কামাল প্রধান, মৈশাদী উপ-কমিটির আজাদ খান, মাইনুল, হারুন, শাহতলী কমিটির আবুল বাসার খান, মোঃ জাহাঙ্গীর, মোঃ শফিক, মহমায়া উপ কমিটি- মোঃ সরোয়ার, মোঃ রিপন পাটওয়ারী, সামছু, রঘুনাথপুর উপ-কমিটি শাহাদাত মাল, শাহিন পাটওয়ারী, আহসনা বেপারী, ওয়ালেছ বাজার-উপকমিটি বাসার গাজী, মানিক প্রধান, মজিব গাজী, ষোলঘর/দাসাদী- উপ-কমিটি দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম, মোঃ আজিজ। আগামী ৯০ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।