মিজান লিটন ॥ বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আর এ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে পরিবেশ অধিদপ্তর। সরকারের সিদ্ধান্ত মোতাবেক এবং পরিবেশ অধিদপ্তরের উপর ন্যস্ত দায়িত্বগুলো আমাদের চলমান সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব বহন করে। যার ফলে সরকারি সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল জেলায় পরিবেশ অধিদপ্তরের একটি করে জেলা কার্যালয় স্থাপন করা হয়েছে।
কিন্তু কয়েক বছর যাবত জেলা পর্যায়ে কার্যালয় থাকলেও সরকারের সিদ্ধান্ত মোতাবেক একটি জেলা অফিসে সৃষ্ট পদের বিপরীতে জনবলের ব্যাপক সংকট রয়েছে। এছাড়া প্রচার প্রচারণা না থাকার কারণে পরিবেশ অধিদপ্তর জেলা পর্যায়ে একটি অফিস রয়েছে এটিও জানেনা জেলাবাসী। এ অধিদপ্তরের কাজ কি, কী কী কাজের জন্য এ অফিসে জনগণকে যেতে হবে বা জনস্বার্থে সংশ্লিষ্ট কাজগুলো এ অধিদপ্তরের কী কী সেটিও অজানা।
জানাযায়, এক সময় পরিবেশ অধিদপ্তরের অধীনস্থ কাজ করার জন্য জনগণকে বিভাগীয় কার্যালয়ে গিয়ে কাজ শেষ করতে হতো। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের নিয়মনীতি অনুযায়ী জেলা পর্যায়ে সৃষ্ট পদ ১২টি। এ ১২টি পদ নিয়ে ২০১০ সালের ৭ ডিসেম্বর পথচলা শুরু করে চাঁদপুর পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়। এটি চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ স্টেডিয়াম সম্মুখস্থ মেরিন ভিউ নামক একটি আবাসিক বাসা ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। পথচলা থেকে শুরু করে এ পর্যন্ত জনবল সংকট নিইে চলছে কার্যক্রম।আর এ জনবল সংকটটি আর পূর্ণ হয়নি। সরকারের নিয়ম অনুযায়ী জেলা পর্যায়ে সৃষ্ট ১২টি পদ হচ্ছে যথাক্রমে উপ-পরিচালক ১জন, সরকারি পরিচালক ১জন, সিনিয়র কেমিষ্ট ১জন, পরিদর্শক ২জন, হিসাবরক্ষক ১জন, নমুনা সংগ্রহকারী ২জন, ডাটা ত্রণ্ট্রি অপারেটর ১জন, গাড়ি চালক ১জন, ল্যাবএটেনডেণ্ট ১ জন, এমএলএস ১জন। এই সৃষ্ট ১২টি পদের বিপরীতে জনবল রয়েছে মাত্র ৪জন। এগুলো হচ্ছে সরকারি পরিচালক ১জন। যিনি বর্তমানে ভারপ্রাপ্ত উপ-পরিচালকের দায়িত্বে রয়েছেন। হিসাব রক্ষক রয়েছে ১ জন, ল্যাবএটেনডেণ্ট রয়েছে ১জন এবং এমএলএস রয়েছে ১জন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা উপ-পরিচালক মোঃ আরেফীন বাদল বলেন, চাঁদপুর জেলা কার্যালয়ে শুরু হতে আমিসহ ৩জন দায়িত্ব পালন করে আসছি। সকলেই দায়িত্বের ভারে আছি। সকলেই জনবল সংকট বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বহু চিঠি চালাচালি করেও কোনো ফলপ্রসূ পাইনি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ১২ জন লোকের কাজ ৪ জন করলে সেটি কতটুকু করা যায় আপনি তা ভেবে দেখুন।
সর্বোপরি বর্তমান জেলা পরিবেশ অধিদপ্তর জনবল সংকটের কারণে জনস্বার্থে কাজ করা এখন অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।