শরীফুল ইসলাম =
চাঁদপুর জেলা পরিষদ গত ২০১৩-১৪ অর্থ বছরে ৪শ ১৭টি প্রকল্পের মধ্যে ২৯২টি বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা। এসব অর্থ জেলা পরিষদের রাজস্ব বিভাগ ও এডিপি কর্তৃক বরাদ্দ পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিভাগের দেওয়া তথ্য মতে, ৪শ ১৭টি প্রকল্পের মধ্যে ১শ ২৫টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই ৫০ ভাগ এরও বেশি বাস্তবায়িত হয়েছে। বাকি কাজ ২০১৪-১৫ অর্থ বছরে বাস্তবায়িত হবে। চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হাজীগঞ্জের নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয়ে অসমাপ্ত কাজের সমাপ্তকরণ প্রকল্প। এতে ব্যয় হয়েছে ৭০ লাখ টাকা। ১০ লাখ টাকা ব্যয়ে কচুয়ার ডক্টর মনছুর আহমেদ ডিগ্রি কলেজের ছাত্রী নিবাস নির্মাণ, সাড়ে ৭লাখ টাকা ব্যয়ে নাসিরকোর্ট উচ্চ বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের ডরমেটরী ভবন নির্মাণ, ৪০ লাখ টাকা ব্যয়ে কচুয়ার ড. জালাল আহমেদ পাঠাগার নির্মাণ, ৪৫ লাখ টাকা ব্যয়ে কচুয়ায় নিন্দপুর এতিমখানা ভবন নির্মাণ, ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ উপজেলার বাইছাড়া হাইস্কুলের নতুন মসজিদ ভবন নির্মাণ, ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নিন্দুপুর জামে মসজিদ নির্মাণ এবং ১৯ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে হাজীগঞ্জের চেংগতলী হইতে কীর্তনখোলা রাস্তার উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। উল্লেখ্য, জেলা পরিষদ চাঁদপুর গত ২০১২-১৩ অর্থ বছরে ও ৭ কোটি ১৯ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে অনুরুপ ছোট-বড় ৩শ ৭৩টি প্রকল্প বাস্তবায়ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।