এমপিদের ব্যর্থতায় চাঁদপুরে ত্যাগী নেতারা জেলা আ’লীগ কমিটিতে নেই
শওকত আলী ॥ চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী বলেছেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর যে নতুন কমিটি হয়েছে, তাতে অনেক ত্যাগী নেতারাই বাদ পড়েছেন। আর এ জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যদের ব্যর্থতাই মূল কারণ হিসেবে মনে করেন। কারণ তারা যেভাবে কমিটি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট উপস্থাপন করেছেন, সেভাবেই কমিটি অনুমোদন হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর)রাতে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান আরো বলেন, আমি নিজে চাঁদপুর জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কাজ করেছি। সর্বশেষ ২০১৩ সালে বিএনপি-জামায়াতের তান্ডবের সময় রাজপথে ছিলাম। আমি সহ দলের অনেক নেতাদেরকে বাদ রেখে কমিটি অনুমোদন হয়েছে। দলের সভাপতির কাছে আমার অনুরোধ সাংগঠনিক গোয়ান্দাসহ গোয়েন্দা সংস্থার লোকদের দিয়ে আমাদের খোঁজ খবর নেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি এবং বিশ^াস করি। আর সে আলোকে কাজ করে যাচ্ছি। আমাকে কেহ ঘরে বসিয়ে রাখতে পারবেননা। আমি আওয়ামীলীগের এক জন কর্মী হিসেবে,বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে জাতরি পিতার আদর্শকে লালন করে যেখানে বঙ্গবন্ধুর কথা হবে,যেখানে স্বাধীনতার কথা হবে সেখানে আমি ওসমান পাটওয়ারী ঝাপিয়ে পড়বো।
তিনি আরো বলেন, নতুন যে কমিটি হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। কিন্তু আমাকে এ কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। এখন থেকে আমি আর জেলা আওয়ামী লীগ এর মাধ্যমে নিয়ন্ত্রিত নই। আগামীতে আবার জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট ক্ষমতায় আনার জন্য চাঁদপুর ৫ সংসদীয় আসন নিয়ে আমি কাজ করবো। জেলার যেখানেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রয়েছে সেখানেই আমি উপস্থিত থাকবো। আমার ছোট ভাই জসিম পাটওয়ারী চাঁদপুর সরকারী কলেজ থেকে স্বাধীনতার পর বিএনপি সাথে নির্বাচন করে ছাত্রলীগ থেকে জি এস নির্বাচিত হন। আমি দলের পদ না পেরেও আমি দলের জন্য আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। আমি জেলা আওয়ামীলীগের সাথে এক হয়ে কাজ করবো। তিনি প্রেস ক্লাবে তার সাথে যারা এসেছেন তাদের উদেশে বলেন, আমাদের আগামী পথ চলার পথ আরো গতিশীল হবে। সকলকে মিলেমিশে কাজ করার জন্য আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন, জেলা পরিষদের কাউন্সিলর মো: নূরুল ইসলাম নূরু,মো: মুকবুল হোসেন মিয়াজী ও আওয়ামীলীগ নেতা মো: আলী জিন্নাহসহ আরো অনেকে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জিএম শাহীন। এ সময় প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদত, শাহ্ মো. মাকছুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, জালাল চৌধুরী, স্থানীয় দৈনিকের সম্পাদক, জাতীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় ওসমান পাটওয়ারীকে বিভিন্ন প্রশ্ন করেন, প্রেসক্লাব সহ-সভাপতি মো: সোহেল রুশদী,মো: ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, প্রফেসার দেলোয়ার আহমেদ।প্রেসক্লাব সদস্য মো: আলম পলাশ,কাদের পলাশ। এ ছাড়া বক্তব্য রাখেন, কেএম মাসুদ প্রমুখ।
গত রবিবার (২৬ নভেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চাঁদপুর জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা হয়। এতে পূর্বের কমিটির অনেক নেতাই বাদ পড়েছেন।