চাঁদপুর: চাঁদপুর সদর ও কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ মে) চাঁদপুর জেলা পুলিশ এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে।
জেলা পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাগেছে, আজ চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা এসআই(নিঃ) ইমাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া সদর থানাধীন লঞ্চ ঘাটের সামনে তিন রাস্তার মোড় হইতে রাত ১.৩০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ০৩ জন কে ৭০ পিস ইয়াবাসহ মোঃ বারেক হাওলাদার (৩৩), পিতা- মৃত রমিজ উদ্দিন হাওলাদার স্থায়ী : (সাং- উত্তর শ্রীরামদী, নিশি রোড, ৭নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, চাঁদপুর।
রফিক মিজি (৩২), পিতা- মৃত ছিদ্দিক মিজি স্থায়ী : গ্রাম- বড় ষ্টেশন রোড (যমুনা রোড, ৭নংওয়ার্ড, চাঁদপুর পৌরসভা) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, চাঁদপুর। মোঃ মুকছেদ (৩১), পিতা- মোঃ রফিজ উদ্দিন স্থায়ী : গ্রাম- ছোপাগছ (ছোপাগঞ্জ, ৪নং শাহবাহান ইউপি, ) , উপজেলা/থানা- তেঁতুলিয়া, পঞ্চগড়, বর্তমান : গ্রাম- জাফরাবাদ (দুদু বেপারী বাড়ী, হাওয়া বেগম এর ভাড়াটিয়া, ৪নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা,) উপজেলা/থানা- চাঁদপুর” কে গ্রেফতার করা হয় ।
এছাড়া চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সদর থানাধীন পশ্চিম কোমার দিঘী শাহতলী কলেজ রোড এর সামনে থেকে শুক্রবার দিনগত রাত ১টা সময় ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম খান (৪৫), পিতা- মৃত মোঃ কাবিল খান, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- বড় শাহতলী, (গোলাপ খান বাড়ী), থানা ও জেলা- চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
অপরিদেক কচুয়া থানাধীন সাচার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই/মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া থানাধীন পাথৈর কড়ইগাছ তলার মোড় হতে রাত ০০.২০ ঘটিকার সময় ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ মোঃ শাহ জাহান (২৮), পিতা- মোঃ হুমায়ুন কবির প্রঃ দুলাল, মাতা- ফাতেমা বেগম গ্রাম- পাথৈর (তালুকদার বাড়ী, কড়ই গাছতলার মোড়, ২নং পাথৈর ইউপি, থানা- কঁচুয়া, জেলা-চাঁদপুর” কে গ্রেফতার করা হয়।
এছাড়াও পরোয়ানাভূক্ত ৭ জনসহ সর্বোমোট ১২ জন আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হইয়াছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/