যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর
চাঁদপুর: বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস.এম. মনিরুজ্জামান বলেছেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সে স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করছি। বাংলাদেশ পুলিশ দেশের উন্নয়ন, ক্ষুদা ও দারিদ্র মুক্ত এবং যে কোন প্রতিকুলতার চ্যালেঞ্জ মোকাবেলায় বদ্ধপরিকর।
মঙ্গলবার (৩০ মে) শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ মাঠে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পুলিশ সব সময় জনগনের শান্তি শৃঙ্খলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে আলোর পথে আনার জন্য পুলিশ যথাযথ ভূমিকা রয়েছে।
ইফতার অনুষ্ঠানে চাঁদপুর জেলার সকল পেশা শ্রেনীর ব্যাক্তিবর্গ উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) সেলিম মিয়া, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, ব্রাহ্মনবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী প্রমূখ।