স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। একই অনুষ্ঠানে চাঁদপুরে গত ৮ নভেম্বর হয়ে যাওয়া আইজিপি কাবাডি প্রতিযোগিতা-২০১৭ এর চ্যাম্পিয়ন কচুয়া উপজেলা ও রানার আপ ফরিদগঞ্জ উপজেলা দলের হাতে ট্রফি তুলেদেন আইজিপিসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, চাঁদপুর জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এ আয়োজন সু-শৃঙ্খল এবং সাজানো গোছানো দেখে খুবই ভালো লেগেছে। খেলা-ধুলা কিংবা শরীর চর্চা দৈনন্দিন কাজেরই একটি অংশ। এটি বার্ষিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে নয়, বরং বছরজুড়ে চর্চা চালু রাখতে হবে। তিনি আরো বলেন, পুলিশ জনগণ এক হয়ে কাজ করবে এটাই আমরা চেয়েছি। চাঁদপুর জেলা এক সময় আমার কর্মস্থল ছিলো। এখান থেকেই প্রথম কমিউনিটি পুলিশিং এর যাত্রা শুরু হয়েছিলো। এ জেলার মানুষ কমিউনিটি পুলিশিং কে গ্রহণ করেছে। যা এখন সারাদেশে মডেল হয়েছে। আন্তর্জাতিক ভাবেও বিভিন্ন দেশ কমিউনিটি পুলিশিং ব্যবস্থাপনা কাজে লাগাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী শামসুন্নাহার রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস.এম. মনির উজ-জামান, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। সবশেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। একই অনুষ্ঠানে আইজিপি কাবাডি প্রতিযোগিতা-২০১৭ এর চ্যাম্পিয়ন কচুয়া উপজেলা ও রানার আপ ফরিদগঞ্জ উপজেলা দলের হাতে ট্রফি তুলেদেন আইজিপিসহ অতিথিবৃন্দ।