মিজানুর রহমান রানা
চাঁদপুর জেলা পুলিশের সাথে ডাঃ দীপু মনি এমপির মতবিনিময় সভা শনিবার বিকেলে পুলিশ সুপারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. আমির জাফরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি।
সম্প্রতি সারাদেশে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা, বিগত দিনের বিভিন্ন অপরাধ দমনে দায়েরকৃত মামলা ও অভিযোগের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা করা হয়। ডাঃ দীপু মনি তার সংসদীয় আসনের বিভিন্ন স্থানে মামলা ও সমস্যার বিষয়ে চাঁদপুর সদর ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর জানেন।
ডাঃ দীপু মনি বলেন, বিগত দিনে তার নির্বাচনী এলাকায় যেভাবে অপরাধ দমন করা হয়েছে। সেভাবে আগামী দিনেও সকল অপরাধ দমনে পুলিশ বাহিনীকে তৎপর থাকতে হবে। চাঁদপুরে যেন কোন ধরনের অপরাধীরা অপরাধ সংঘটিত করে পালাবার সুযোগ যেন না পায়। চাঁদপুরের পুলিশ বাহিনী বিগত দিনে বেশ সাহসিকতার সাথে সকল রাজনৈতিক কর্মসূচী শান্ত রেখেছে। সব সময় এসব বিষয়ে সর্তক থাকবেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. আমির জাফর জেলার আইন শৃংখলা বিষয়গুলো তুলে ধরেন। যে কোন ধরনের অপরাধ দমনে চাঁদপুর জেলা পুলিশ অত্যন্ত আন্তরিক ভলে জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, এএসপি (হেডকোয়াটার) সচিন চাকমা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল কাইয়ুম, ওসি তদন্ত মো. আরিছুল হক, সেকেন্ড অফিসার মো. মাহবুবুর রহমান মোল্লা ও হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মতবিনিময় সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।