চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল সাড়ে দশটায় ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা হবে। এতে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এছাড়া অন্যান্য কর্মসূচি যেমন সরকারি হাসপাতালসহ শিশু পরিবারে উন্নত খাবার বিতরণ, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা এবং মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।