অভিজিত রায় ॥
জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে প্রেসক্লাব রোডস্থ এলিট চাইনিজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। বক্তব্যে তিনি বলেন ১১ডিসেম্বর বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার নির্দেশে ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। আমরা আজ এখানে শুধু যুগ্ম আহবায়করা ছাড়াও বিভিন্ন অংঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত আছেন। কারন চাঁদপুর জেলা বিএনপির আগামী ১ বছরের কর্মসূচী ও করনীয় সম্পর্কে আজ আলোচনা করা হবে। আহবায়ক কমিটির সামনে কঠিন পরীক্ষা ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা। কারন নবগঠিত কমিটিতে ১ জন আহবায় ১৩ জন যুগ্ম আহবায় ও ১৫ জন সম্মানিত সদস্যদের নাম দেওয়া হয়েছে। এছাড়াও বড় চ্যালেঞ্জ সরকার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি। আগামী ২৩ ডিসেম্বর হাইমচর উপজেলা নির্বাচন। আমাদের ২০দলীয় জোটের প্রার্থী হাইমচর থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মোখলেছুর রহমান। আমাদের দলীয় প্রার্থীকে জয়ী করতে আপনারা স্ব স্ব অবস্থান থেকে কাজ করবেন বলে আমি আশা করি।
১নং যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্যা সেলিমের পরিচালনায় নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন অংঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় ১৩ জন যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্যা সেলিম, মাহবুব আনেয়ার বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, এম এ শুক্কুর পাটওয়ারী, ইমাম হোসেন (হাজীগঞ্জ), আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশিদ, জয়নাল আবেদীন (ফরিদগঞ্জ), হুমায়ন কবির প্রধানীয়া (কচুয়া) এবং ১৫ জন সম্মানিত সদস্য সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা, সাবেক মন্ত্রী আনম এহসানুল হক মিলন, সাবেক এমপি এম এ মতিন, সাবেক এমপি জিএম ফজলুল হক, সাবেক এমপি আলমগীর হায়দার খান, অ্যাড শেখ মতিউর রহমান, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, সাবেক আহবায়ক সফি উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, এস এম কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি হামিদ মাষ্টার, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, নুরুল ইসলাম মৃধা, শ্রমীক নেতা বাচ্চু ভূ্ইঁয়া, শেখ আব্দুর রশিদের নাম ঘোষণা করা হয়।