অভিজিত রায় ॥
চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিককে বিএনপি অঙ্গ সংগঠন ও চাঁদপুরবাসী গণসংবর্ধনা প্রদান করেছে। গতকাল শনিবার বেলা ১২টায় চাঁদপুর লঞ্চ টার্মিনালে এমভি মেঘনারানী যোগে চাঁদপুর আসলে তাকে প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা জানায়। এ সময় শেখ ফরিদ আহম্মেদ মানিককে জেলা বিএনপির আহ্বায়ক মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন নেতাকর্মীরা। উৎসুক নেতাকর্মীরা সকাল ৯টা থেকেই বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুন, বাদ্য যন্ত্রের তালে তালে লঞ্চ টার্মিনাল এলাকায় জড়ো হয় প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে। এ সময় ৭১ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম-আহ্বায়করা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শো-ডাউন শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। এ সময় জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।