চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মদ মানিকের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ১৩ জুলাই শনিবার বিকেলে শেখ ফরিদ আহম্মদ মানিক তার চাঁদপুর শহরস্থ মুনিরা ভবনে মুসল্লিদের সম্মানার্থে এই ইফতারের আয়োজন করেন। ইফতার উপলৰে আয়োজিত দোয়া ও মিলাদ পরিচালনা করেন চাঁদপুর বেগম মসজিদের পেশ ইমাম মুফতি মাহবুবুর রহমান।
এ সময় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সফিউদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টার, যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, অ্যাডঃ মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সালেহ আহম্মদ, জেলা জামায়াতের আমির আহম্মদ উলস্না, শহর জামায়াতের আমির অ্যাডঃ শাহজাহান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর দেওয়ান আরশাদ আলী, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান গাজী, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা ছাত্রদল নেতা মানিকুর রহমান মানিক, ফয়সাল গাজী বাহার, জেলা বিএনপি নেতা আব্দুলস্নাহিল বাকি, ফরিদ আহম্মদ বেপারীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।