স্টাফ রিপোর্টার ঃ
সারা দেশের ন্যায় আগামী ৪ জুন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে জেলার মুক্তিযুদ্ধাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। কে হচ্ছে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কর্ণধার। তবে মনোনয়নপত্র দাখিলের পর পরই প্রচার-প্রচারণা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের ১৭সদস্য বিশিষ্ট প্যানেল।
চা্দঁপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ১৭সদস্য বিশিষ্ঠ পরিষদে ৩টি প্যানেলে ১৭জন করে মোট ৫১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গত বুধবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড মাসুদ আলম ছিদ্দিকির কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনে যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হবে কাল ৪ মে, আপলি ৬ মে এবং আপিলের নিস্পত্তি ৭মে অনুষ্ঠিত হবে। এছাড়া প্রার্থতা প্রত্যাহার ১১ মে, চূড়ান্ত প্রাথীর তালিকা প্রকাশ ১২মে, প্রতিক বরাদ্ধ ১৫মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে কমান্ডার পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত উপ-সচিব এস এম আব্দুর রশিদ ও মুক্তিযুদ্ধ কালীণ বি এল এফ কমান্ডার হানিফ পাটওয়ারী। মনোনয়নপত্র দাখিলের পর পরই মুক্তিযোদ্ধাদের কাছে ভোট প্রার্থনা, কুশল বিনিময় এবং বিভিন্ন ভাবে যোগাযোগ শুরু করেছেন ৩টি প্যানেলের প্রার্থীরা। এদের মধ্যে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে জেলা ইউনিটের কমান্ডার প্রার্থী এম এ ওয়াদুদ, ডেপুটি কমান্ডার পদে হাফিজ খান ও ডেপুটি ইউনিট কমান্ডার পদে রনজিৎ কুমার চাকির প্যানেল পূর্বে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভোট যুদ্ধে ভালো-ভাবেই মাঠে নামছেন। তাদের প্যানেলের অনান্য প্রার্থীরা হলো, সহকারী ইউনিট কমান্ডার (সাংগঠনিক) মহসীন পাঠান, সহকারী ইউনিট কমান্ডার (প্রচার) মজিবুল হক, সহকারী ইউনিট কমান্ডার (তথ্য ও প্রকাশনা) সিরাজুল ইসলাম, সহকারী ইউনিট কমান্ডার (অর্থ) সৈয়দ আহম্মেদ মজুমদার, সহকারী ইউনিট কমান্ডার (সাহিত্য ও সাংষ্কৃতি) মৃনাল কান্তি সাহা, সহকারী ইউনিট কমান্ডার (ত্রান ও সমাজ কল্যান) মাহবুব হোসেন পাটওয়ারী, সহকারী ইউনিট কমান্ডার (ক্রীড়া) হাফিজুর রহমান মিন্টু, সহকারী ইউনিট কমান্ডার
(শ্রম ও জনশক্তি) কাজী নেছার উদ্দিন আহমেদ, সহকারী ইউনিট কমান্ডার (দপ্তর) ইয়াকুব আলী, সহকারী ইউনিট কমান্ডার (প্রকল্প ও সমবায়) মোখলেছুর রহমান, সহকারী ইউনিট কমান্ডার (শিক্ষা ও পাঠাগার) শোহেব আলী, সহকারী কমান্ডার (কার্যকরী সদস্য) আবুল হোসেন, ওয়াহিদুর রহমান ও মো. জাহিরুল হক।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।