স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন ঘোষণা করা হলো। ৯এপ্রিল বিকেলে ০৫.৪২.১৩০০.০০৮.০৩.০০৮.২০.৪৩৫ স্মারকে এ ঘোষণা দেয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এতদ্বারা জেলার সর্বসাধারণের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, প্রাণঘাতী করোনা ভাইরাস ( কোভিট) সংক্রামক ঝুঁকি মোকাবেলায় “ করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংকান্ত জেলা কমিটি, চাঁদপুর” সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং “সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০০৮এর ১১(১) (২) (৩) ধারা মোতাবেক “চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।” এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য জেলায় গমণ করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এরূপ নিষেধাজ্ঞা বলবৎ হবে।
গণবিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সকল ধরণের গণপরিবহন, জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা যেমন, চিকিৎসা, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বর্হিভূত থাকবে।
এছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ ৯এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে।
এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, ইতোমধ্য্যে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেউ এ আদেশ অমাণ্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।