চাঁদপুর লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুল ইসলাম বলেছেন, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। বাংলাদেশের সংবিধানের ২৭নং অনুচ্ছেদে এই কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। তিনি গতকাল বুধবার বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির ১২১তম সভায় সভাপ্রধান হিসেবে তার বক্তব্যে এসব কথা বলেন। সভা পরিচালনা করেন নতুন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ কচুয়া আদালত মুনতাসির আহমেদ।
সভায় জনাব মফিজুল ইসলাম আরো বলেন, গরীব দুঃখী মানুষকে রাষ্ট্রীয়ভাবে আইনী সহায়তা দানের বিষয়টি বর্তমান সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে স্বীকৃতি ও প্রতিষ্ঠিত হয়েছে। এর সুফল ভোগকরছে লক্ষ লক্ষ মানুষ। এই কাজে সহায়তা করছে জেলা লিগ্যাল এইড কমিটি। জেলা আইন সহায়তা কমিটি সারা দেশের ন্যয় চাঁদপুরেও ব্যাপক কার্যক্রম চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে আজকের এই সভায় ১৩টি মামলার আবেদনের প্রেক্ষিতে বিস্তারিত আলোচনা ক্রমে লিগ্যাল এইড কমিটি বিজ্ঞ আইনজীবীদের মাঝে পরিচালনার জন্য বিলি করা হয়।
সভার শুরুতে বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন করা হয়। অ্যাডভোকেট আলী নেওয়াজ মজুমদারের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং তার পরিবারবর্গকে একটি শোক প্রস্তাবের পত্র দিয়ে পত্রটি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাবেক লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. ইব্রাহীম মিয়া বদলী জনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা জানিয়ে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের সিনিয়র জেলা জজ রমনী রঞ্জন চাকমা, চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার ভৌমিক, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. আমান উল্যাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিশেষ পিপি অ্যাডভোকেট মো. হাবিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কামরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন। পরে বিদায়ী সিনিয়র সহকারী জজ মো. ইব্রাহীম মিয়ার হাতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুল ইসলাম একটি ফুলে তোড়া তুলে দেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।