চাঁদপুর প্রতিনিধি ॥
বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতিক তারামন বিবির জীবনি নিয়ে চাঁদপুরের স্বরলিপি নাট্য দল চাঁদপুওে মাসব্যাপি মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে ১৪ ডিসেম্বও শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার রাত সাওে ৮ টায় “একাত্তুরের তারামণ” নাটকটির ১০ তম মঞ্চায়ন করতে যাচ্ছে। তরুণ নাট্যকার জসিম মেহেদীর নাট্যরুপে ও এম আর ইসলাম বাবুর নির্দেশনায় নাটকটিতে ১৯৭১ সালে ও স্বাধিনতা যুদ্ধকালে দেশের মুক্তিকামি মানুষের উপর যে অমানবিক নির্যাতন করেছে স্বাধিনতা বিরোধী শক্তিরা তার কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া যার জীবনী নিয়ে নাকটি রুপদান করা হয়েছে সেই তারামন বিবির শৈশব ও যুদ্ধকালিন কিছু স্মৃতী নিয়ে নাটকটির গল্পগাঁথা। বাংলাদেশে একমাত্র খেতাব প্রাপ্ত ২ জন নারী মুক্তিযোদ্ধার মধ্যে বীর প্রতিক তারামনের যুদ্ধকালিন সময়ের কাহীনি অবলম্বনে নাটকটি রুপদান করা হয়েছে। এছাড়াও পাশাপাশি নাটকটিতে রাজাকারদেও সহায়তায় পাক বাহীনীদের বর্বরোচিত অত্যাচারের বর্ণণা ফুটে উঠেছে। নাটকে অভিনয়ে ছিলেন, আলমগীর হোসেন, সুমন, জীবন,ইয়াছিন, এম.টি ইসলাম, এম আর ইসলাম বাবু, মিল্টন,লতা,সুমি, মাইনুল, সালমান, সপ্না, রনি, লুবনা, জুয়েল, রাজু, সেতু, আমেনা আক্তার,লিটন, তানজিলা, ফেরদৌছি, নাহিদ সুলতানা, শাহজাহান,আবু ইউসুফ, ইশা।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।