সভাপতি আবদুর রহমান সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সাংগঠনিক সম্পাদক কেএম মাসুদ
জিয়াউর রহমান বেলাল ॥ ঐতিহ্যবাহী মেঘনার এ অঞ্চলে মহান স্বাধীনতার ৪৫ বছর পর এই প্রথম মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের আদর্শে বিশ্বাসী জেলার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে ‘চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’ গঠিত হয়েছে। পরিষদের সভাপতি দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক মো: আবদুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক রোটারিয়ান মো: রোকনুজ্জামান রোকন ও সাংগঠনিক সম্পাদক দৈনিক মতলবের আলো পত্রিকার প্রকাশক(প্রক্রিয়াধীন) কে.এম মাসুদ মনোনিত হয়েছেন। গত পরশু শনিবার (১৮ নভেম্বর, ২০১৭খ্রি:) সকালে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ রসুইঘর রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ‘চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’ গঠনকল্পে চাঁদপুর জেলা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নিয়ে এক মতবিনিময় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উক্ত পরিষদ গঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী সকলের পক্ষ থেকে পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তাঁদের নাম ঘোষণা করেন।
সেইসাথে উক্ত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক খুব সহসাই পরিষদের নীতি নির্ধারনী ও উপদেষ্টামন্ডলী যথাক্রমে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী, দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব ইকবাল-বিন-বাশার, দৈনিক মতলবের আলো পত্রিকার প্রধান সম্পাদক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম, এ ওয়াদুদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার ও বিশিষ্ট কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার পাঠক মেলার সভাপতি প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন এর সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী মেঘনার এ অঞ্চলে শত বছরের সংবাদপত্রের ইতিহাসে নবগঠিত ‘চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ’ মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের আদর্শে বিশ্বাসী জেলার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদকদের সমন্বয়ে একটি ঐতিহাসিক সংগঠন।