স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর শহরের শপথ চত্বর রোডস্থ চাঁদপুর টাওয়ারে স্যামসং এর এক্সক্লিউসিভ আউট লেটের শোরুমের উদ্বোধন হয়েছে। আজ বিকেল ৩ টায় চাঁদপুর টাওয়ারের নিচ তলায় ফিতা কেটে শোরুমের উদ্ভোদন করেন স্যামসং এর হেড অব সেলস,এফসিএল মোঃ আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন স্যামসং এর সিনিয়র এক্সকিউটিভ এডমিন,এফসিএল শাহজালাল আকাশ, স্যামসং এর চাঁদপুরের ড্রিষ্টিবিউটর মোঃ মোস্তাক হায়দার চৌধুরী, এডিটর সেলস ম্যানাজার নাজিম মাহমুদ, আউটমিট ম্যানাজার নজরুল ইসলাম সোহেল, সেলস কনসালটেন্ট শুভ চন্দ্র দাস। এ শোরুমে সকল প্রকার স্যামসং এর মোবাইল সেট ও স্যামসং এর মোবাইল এক্সসোরিস পাওয়া যাবে। বিভিন্ন উন্নত জেলায় স্যামসং এর এক্সক্লিউসিভ আউট লেটের শোরুম রয়েছে।