মিজানুর রহমান রানা
চাঁদপুর টেলিটক অফিসের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা নগদ প্রায় দেড় লাখ টাকাসহ একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এছাড়া ওই চোর চক্রটি একটি সিসি ক্যামেরা ভেবে একটি সিপিইউ ও একটি প্রিন্টার মেশিন ভেঙ্গে চুরমার করে দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে।
জানা যায়, শহরের জে এম সেনগুপ্ত রোডস্থ এসটি ভবনের দ্বিতীয় তলায় টেলিটকের চাঁদপুর কার্যালয় প্রতিদিনের ন্যায় রোববার রাত সাড়ে ৭টার দিকে অফিস কার্যক্রম শেষে বন্ধ করে কর্মকর্তারা চলে যায়। পরদিন সোমবার সকাল ৯টার দিকে অফিস খুলে ডিলার হাসান মাহমুদ দেখতে পান যে অফিসের আসবাবপত্র এলোমেলো ও ভাংচুর করে রাখা হয়েছে। পরে অফিসের ক্যাশবাক্স সহ মোট ২১টি ড্রয়ারের তালা ভাঙ্গা দেখতে পেয়ে নগদ অর্থ চুরির বিষয়টি নিশ্চিত হন। কর্মকর্তারা জানান, টেলিটকের এরিয়া ম্যানেজারের টেবিলের ড্রয়ার থেকে নগদ ৮০ হাজার টাকা, এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ, অন্য এসআরদের ড্রয়ার ভেঙ্গে সর্বমোট ৫১ হাজার টাকার রিচার্জ কার্ড, কাস্টমার কেয়ারের ড্রয়ার থেকে নগদ ৫শ’ টাকা ও ১২শ’ টাকার রিচার্জ কার্ড নিয়ে যায়। এ সময় তারা কম্পিউটার সিপিইউ ও একটি প্রিন্টার মেশিন ভেঙ্গে চুরমার করে দিয়ে চলে যায়। উল্লেখ্য, শহরে এর আগেও এ ধরনের অনেক চুরির ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন না করায় শহরের ক্রমশ চুরির ঘটনা বেড়েই চলছে। এতে ব্যবসায়ীরা শঙ্কায় রয়েছেন।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।