রফিকুল ইসলম বাবু ॥
চাঁদপুরে শহরের ট্রাক রোডে সেবা আয়শা গার্ডেনের দারোয়ান দেলোয়ার হোসেন (৫০) কে হাত-পা বেধে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা। এসময় অজ্ঞাত চক্রটি ভবনের ভেতরের গেরেজ থেকে ৪টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। আজ সোমবার ভোর রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মতলব দক্ষিণ পৌরসভার ৯নং ওয়ার্ডের নুরু প্রধানীয়ার পুত্র। খবর পেয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, সিনিয়র এএসপি (সদর সার্কেল) মো. আফজাল হোসেনসহ মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সকাল ১১টায় ঘটনাস্থল থেকে হত্যাকান্ডের আলামত সংগ্রহ করে এবং লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে গেছে। ভবনের ৮ম তলার ফ্লাটের মালিক সাইফুল ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার খুব ভোরে তিনি হাঁটতে বের হন। এসময় দারোয়ান দেলওয়ার হোসনের কক্ষের দরোজা খোলা দেখে সামনে এগিয়ে গিয়ে যান। এসময় তিনি দেলোয়ারের গলাকাটা লাশ দেখে আৎকে উঠেন। সাথে সাথে বিষয়টি তিনি ভবনের দায়িত্বরত কর্মকর্তাকে অবহিত করেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯তলা বিশিষ্ট এই বহুতল ভবনটির চারপাশে অরক্ষিত দেয়াল রয়েছে। সহজেই যা টপকে ভেতওে প্রবেশ করা যায়। এছাড়াও বাড়িটির প্রবেশ গেইটে কোনো সিসি ক্যামেরা ছিলো না।
এলাকাবাসী জানায় বাড়িটিতে লিফ্টের ব্যবস্থা নেই। কতৃপক্ষের অবহেলা না থাকলে এমন অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হতো না। তারা জানায়, এর আগেও ভবনটি থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এদিকে বার বার এমন ঘটনা ঘটা সত্তেও আয়শা গার্ডেনের মালিক পক্ষ কোন কর্নপাত করেনি। ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে শতশত উৎসুকজনতা বাড়িটির সামনে ভির জমায়।